১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি বরাদ্দ: ‘কেন্দ্রের এই পদক্ষেপ কোনও দীর্ঘমেয়াদি সমাধান নয়’, মত অর্থনীতিবিদ শৈবাল করের
Continues below advertisement
আজ সাংবাদিক বৈঠকে নির্মলা সীতারমণ জানান, ‘১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরে কাজের সমস্যা হবে না।' এপ্রসঙ্গে অর্থনীতিবিদ শৈবাল করের বক্তব্য, আমাদের দেশে একশো দিনের যে কাজের ধরণ তাতে দক্ষতার প্রয়োজন খুব কম। আর এই পদক্ষেপ কোনও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না।'
Continues below advertisement
Tags :
Union Finance Minister Saibal Kar Atmanirbhar Bharat Package Economic Package Coronavirus In India Abp Ananda Nirmala Sitharaman