অনেকদিন পর খুশির খবর, প্রতিক্রিয়া আডবাণীর, প্রমাণ হল ষড়যন্ত্র ছিল না, বললেন জোশী

Continues below advertisement
রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে লালকৃষ্ণ আডবাণী বলেন, আমি হৃদয় থেকে এই রায়কে স্বাগত জানাচ্ছি। এই রায়ের ফলে রাম জন্মভূমির আন্দোলনে আমার ব্যক্তিগত ও বিজেপির বিশ্বাস ও দায়বদ্ধতা প্রতিষ্ঠালাভ করল। 

রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুরলী মনোহর জোশী বলেন, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই রায় প্রমাণ করল যে ৬ ডিসেম্বর কোনও ষড়যন্ত্র হয়নি। আমাদের অভিযান কোনও ষড়যন্ত্র ছিল না। আমরা খুশি, রামমন্দির নির্মাণ নিয়ে সকলের খুশি হওয়া উচিত।

 বাবরি ধ্বংস মামলায় বেকসুর খালাস আডবাণী-জোশী-উমা ভারতী সহ ৩২ অভিযুক্ত। ২৮ বছর পর জানাল আদালত। ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল না। আচমকা ঘটেছে, মত বিচারকের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram