পদ নিয়ে মন কষাকষি! মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও সঙ্কটে কংগ্রেস
Continues below advertisement
মধ্যপ্রদেশের পর এবার হরিয়ানাতেও সঙ্কটে কংগ্রেস। কুমারী শৈলজা প্রদেশ সভানেত্রীর পদ না ছাড়লে, নিজের ছেলেকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার। একইসঙ্গে দুটি পদে শৈলজাকে চান না হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। শৈলজা প্রদেশ নেত্রীর পদে থেকে যাওয়ায়, নিজের ছেলে দীপেন্দ্র সিংহ হুডাকে রাজ্যসভায় কংগ্রেস প্রার্থী করা হবে বলে জানিয়েছেন ভূপেন্দ্র সিংহ হুডা। ৩১ জন কংগ্রেস বিধায়কের মধ্যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন ২৮ জন বিধায়ক।
Continues below advertisement