ভরা বসন্তে ফের বর্ষার ভ্রুকুটি, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
Continues below advertisement
ভরা বসন্তে ফের বৃষ্টির ভ্রুকুটি। আজ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকেই বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থান থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। আরব সাগরে তৈরি হয়েছে উচ্চচাপ বলয়। অন্য দিকে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতেই মার্চের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি। বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্য দিকে, জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা।
Continues below advertisement
Tags :
Alipur Weather Alipur Weather Report Rain In Kolkata Weather Report Kolkata Weather Abp Ananda