ঐশ্বর্য ও আরাধ্যার করোনা: কাল ছিল নেগেটিভ, আজ হল পজিটিভ, কীভাবে সম্ভব?
অমিতাভ-অভিষেকের পর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত ঐশ্বর্য ও আরাধ্যা বচ্চনও। চারজনেরই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ। জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ। অমিতাভর বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিস বৃহন্মুম্বই পুরসভার। নানাবতী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ৭৭ বছর বয়সী অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, অমিতাভ-অভিষেক - দু’জনেরই সংক্রমণ মৃদু।
Tags :
RTPCR Aradhya Bachchan Corona Positive ABP News Live Bengali Amitabh Bachchan Corona Corona Positive ABP Ananda LIVE Abp Ananda Aishwarya Rai Bachchan