বিহারে অস্ত্র কারখানায় প্রচুর আগ্নেয়াস্ত্রের হদিশ, ভোটের কাজে লাগাতেই কি তৈরি হচ্ছিল অস্ত্র?
Continues below advertisement
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের থেকে খবর পেয়ে বিহারে অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ৫। বৈশালী ও মুজফফরপুরের সীমানায় মেলে বড়সড় অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে কারিগর থেকে এনে আগ্নেয়াস্ত্র তৈরি করা হত। তারপর এখান থেকে তা পাচার করা হত বিভিন্ন জায়গায়। চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচনের কথা। এখানে তৈরি অস্ত্র ভোটের কাজে লাগানোর কথা ছিল বলে পুলিশ সূত্রের খবর।
Continues below advertisement
Tags :
Fire Arms Factory Assembly Election In Bihar Vaishali-Muzaffarpur ABP News Live Bengali Kolkata Police STF ABP Ananda LIVE Bihar Abp Ananda