গ্রেফতার অর্ণব গোস্বামী, নিন্দায় অমিত শাহ, জেপি নাড্ডা, নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন

Continues below advertisement
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামীকে আজ সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অর্ণবের অভিযোগ, তাঁকে হেনস্থা করা হয়েছে। এমনকী তাঁর স্ত্রী-পুত্রের গায়েও হাত দিয়েছেন তাঁকে গ্রেফতার করতে আসা পুলিশকর্মীরা। যে মামলার ভিত্তিতে অর্ণবকে গ্রেফতার করা হয়েছে, সেটি ২০১৮ সালের। সেই সময় আলিবাগের বাংলো থেকে উদ্ধার হয় ইন্টিরিয়র ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মা কুমুদ নায়েকের মৃতদেহ। অর্ণব গোস্বামীর সংস্থা রিপাবলিক টিভি-র ইন্টিরিয়রের কাজ করেছিলেন অনভয়। রিপাবলিক টিভি তাঁর বকেয়া না মেটানোয়, এই আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি এই মামলাটির নতুন করে তদন্ত শুরু হয়। অর্ণবের গ্রেফতারির কড়া নিন্দা করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহ ট্যুইটে বলেছেন, মহারাষ্ট্র সরকার ক্ষমতার চরম অপব্যবহার করেছে। পাল্টা শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের দাবি, আইন আইনের পথে চলছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গ্রেফতারির নিন্দা করে ট্যুইটে বলেছেন, এই গ্রেফতারি গণতান্ত্রিক আদর্শ এবং সাংবাদিকতার ওপর বড় ধাক্কা। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বক্তব্য, কেউ আইনের ঊর্ধ্বে নয়। মহারাষ্ট্র পুলিশ আইন মেনে কাজ করছে। যে কায়দায় অর্ণবকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, তার তীব্র নিন্দা করেছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন। এনবিএ জানিয়েছে, অর্ণবের সাংবাদিকতার ধরণ নিয়ে ভিন্নমত থাকলেও, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দাবি, এক্ষেত্রে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ যেন না হয়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram