দোষ ঢাকতে সাংবাদিককে গ্রেফতার, কাঠগড়ায় মহারাষ্ট্র সরকার
Continues below advertisement
বান্দ্রাকাণ্ডে প্রশাসনের ব্যর্থতা ঢাকতে এবিপি মাঝার এক সাংবাদিককে গ্রেফতার করে মহারাষ্ট্র সরকার। যদিও আদালতে তোলার পরই জামিন পেয়ে যান তিনি। ১৩ এপ্রিল দক্ষিণ-মধ্য রেলওয়ের অভ্যন্তরীণ একটি বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, যে বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিকরা আটকে আছে তাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। রেলের এই প্রস্তাবের উল্লেখ করেছিলেন সাংবাদিক রাহুল কুলকার্নি। কিন্তু, কোথা থেকে কী ট্রেন ছাড়বে বা আদৌ কোনও ট্রেন ছাড়বে কি না, সে সংক্রান্ত কোনও বক্তব্যই সেই খবরে ছিল না। তাহলে কেন অন্যায়ভাবে এই গ্রেফতারি? উঠছে প্রশ্ন।
Continues below advertisement
Tags :
ABP Majha Journalist Bandra Mess Mumvai Shivsena-congress Maharsashtra Government Bandra Chaos Migrant Workers Corona Journalist Arrest Abp Ananda India Maharashtra Coronavirus