'সেদিনের ঘটনাটা বোধহয় ঘটেইনি! যাঁরা দেখেছিলেন, ভুল দেখেছিলেন!' বাবরি মামলার রায়কে কটাক্ষ সুজন চক্রবর্তীর

Continues below advertisement
''কেন্দ্রীয় সংস্থা মেরুদণ্ডহীনতায় ভুগছে, আরেকবার প্রমাণ হয়ে গেল| আদালত বারবার অপরাধমূলক কাজ বলার পরেও সব অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেল| জ্যোতি বসু বলেছিলেন, 'বর্বরের দল, অসভ্যের দল'| বিচার পাওয়া সহজ হচ্ছে না, পৃথিবীর কাছে ভারতের সম্মান কমছে|'', বাবরি মামলার রায়কে কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram