বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়: আডবাণী, জোশী সহ ৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস!

Continues below advertisement

বাবরি মসজিদের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না, রায়ের প্রথম অংশে জানাল আদালত। আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল না, বলেছেন বিচারক। আচমকা ঘটেছে এই ঘটনা, বলেছেন বিচারক, খবর সূত্রের। 


এই মামলায় অভিযুক্ত লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী-সহ মোট ৩২ জন। ২৮ বছর ধরে চলা মামলায় তাঁদের ভাগ্য নির্ধারণ। ১৯৯২ থেকে ২০২০। আঠাশ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হচ্ছে আজ| আদালতে পৌঁছেছেন ২৬ জন অভিযুক্ত|

আদালতে পৌঁছেছেন বিনয় কাটিয়ার, সাধ্বী ঋতম্ভরা । আদালতে পৌঁছেছেন সাক্ষী মহারাজও| আদালত চত্বরে কড়া নিরাপত্তা| অভিযুক্ত ও আইনজীবীরা ছাড়া বাকিদের প্রবেশ নিষেধ| কোর্টরুমে লাগানো হয়েছে মনিটর| আডবাণী-জোশী-উমাদের হাজিরা ভিডিও কনফারেন্সে| 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram