মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণার আগে লখনউ-এর বিশেষ সিবিআই আদালতে কড়া নিরাপত্তা
Continues below advertisement
প্রায় তিন দশক পর, আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা হতে চলেছে। ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী, উমা ভারতী সহ একাধিক নেতা-নেত্রীর। আজ বাবরি মামলার রায়, লখনউ-এর বিশেষ সিবিআই আদালতে কড়া নিরাপত্তা| মামলাতে জড়িত ব্যক্তিত্বরা ছাড়া অন্য কারোর প্রবেশের অনুমতি নেই| তবে আদালতের নির্দেশ সত্বেও করোনা আবহে আদালতে উপস্থিত থাকবেন না আডবাণী, জোশী| করোনা আক্রান্ত উমা ভারতী|
Continues below advertisement
Tags :
Ayodhya Babri Masjid Case Ayodhya Babri Masjid Demolition Babri Masjid Demolish CBI Court Ayodhya Abp Ananda Babri Masjid Demolition Case