নাড্ডার কনভয়ে হামলার প্রতিবাদ, দিল্লিতে বঙ্গভবনে হামলা, অভিষেকের বাড়িতে কালি

Continues below advertisement
পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার আঁচ দিল্লিতে। বিজেপি-র বিরুদ্ধে বঙ্গভবনে হামলা চালানোর অভিযোগ। তিন-চারজন যুবক এসে বঙ্গভবনের বাইরের বোর্ড ভেঙে দেয়। নিরাপত্তারক্ষীরা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেন। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়ে কয়েকজন নেমপ্লেটে কালি লাগানোর চেষ্টা করেন। দেওয়ালে কালি লাগানোর চেষ্টাও করে তারা। অভিযুক্তদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা বিজেপি কর্মী বলে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কিছু রাফিয়ান, ১০-১২ জন বঙ্গভবনে হামলা চালানোর চেষ্টা করে। তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। যারা এসেছিল, তারা কোনও পতাকা নিয়ে আসেনি। তবে বোঝাই যাচ্ছে তারা শাসক দলের গুণ্ডা।’
পাল্টা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, ‘সারা দেশে দেখল বর্বরোচিত, পৈশাচিক, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে তৃণমূল সরকার। সবাইকে কালি মাখাতে মাখাতে তাদের নিজেদের বাড়িতে, নিজেদের মুখেই চুন-কালি পড়ছে। দেশের মানুষ একজন সাংসদের বাড়িতে চুন-কালি লাগাচ্ছে। তারা যা করবে, সেটাই আগামীদিনে ফেরত পাবে।’
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram