বিহারে নীতীশ কুমারের নেতৃত্বেই সরকার, বলে দিলেন মোদি

বিহারে নীতীশ কুমারের নেতৃত্বেই প্রতিশ্রুতি পূরণ করব। দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর। অন্যদিকে বিজেপি সঙ্ঘকে ছেড়ে নীতীশকে মহাজোটে আহ্বান দিগ্বিজয় সিংয়ের। মধ্যপ্রদেশে হেরেও শিক্ষা হয়নি, কটাক্ষ বিজেপি-জেডিইউর।

বিহারে চরম ব্যর্থ হওয়ার পর নীতীশ কুমারের উদ্দেশে বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং। ট্যুইট করে তিনি বলেছেন, 'নীতীশজি বিহারের রাজনীতির আঙিনা আপনার কাছে এখন ছোট হয়ে গেছে। আপনি জাতীয় রাজনীতিতে চলে আসুন। সমস্ত সমাজবাদী, ধর্মনিরপেক্ষ বিচারধারাকে একজোট করুন। আরএসএস-এর ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিকে সফল হতে দেবেন না। ভেবে দেখবেন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola