সকালের শিরোনাম: ট্রেন সংখ্যা বাড়ানো নিয়ে আজ রেল-রাজ্য বৈঠক, কেন্দ্রের নজরে অনলাইন নিউজ পোর্টাল-ওটিটি
লোকালের চাকা গড়ালেও প্রথম দিনেই উধাও দুরত্ববিধি। সংখ্যা বাড়লে তবেই রেহাই, মত যাত্রীদের। সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা করতে আজ ভবানী ভবনে রেল-রাজ্য বৈঠক। হত্যার রাজনীতির বিরুদ্ধে সতর্কবার্তা মোদির। তৃণমূল না বিজেপি, ঠিক করতে হবে বামেদের। বিহার ফলের পর মন্তব্য সিপিআইএমের লিবারেশনের। বাংলায় আগে তৃণমূলকে হারিয়ে হারাতে হবে বিজেপিকে, দাবি ইয়েচুরির। জল্পনা বাড়িয়ে মন্ত্রীসভার বৈঠকেও নেই শুভেন্দু। প্রশ্ন করলেও উত্তর নেই। অনুপস্থিত বনমন্ত্রী রাজীব, বৈঠকে ব্যস্ত, বলেন সহায়ক। ছিলেন না গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষও। শুভেন্দু-জল্পনার মধ্যে ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার। শুভেন্দুর সভার আয়োজন করায় বদলা, কটাক্ষ অধীরের। সরব রাজ্যপালও। করোনাকালে এবার হবে না দশম-দ্বাদশের টেস্ট। রাজ্যে করোনায় সামান্য স্বস্তি। এবছরের জন্য রাজ্যে নিষিদ্ধ সব বাজি, সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ই বহাল। এবার কেন্দ্রের নজরদারির আওতায় অনলাইন নিউজ পোর্টাল, নজরে ওটিটি।