Bihar Election 2020: আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন, লালু-পুত্রদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ
আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। যেখানে ১৭ টি জেলার ৯৪ টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। এই দ্বিতীয় দফা ভোটে আরজেডি প্রধান লালুপ্রসাদের দুই পুত্রের রাজনৈতিক ভাগ্য পরীক্ষা হবে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বৈশালী জেলার রাঘবপুর কেন্দ্রে এবং অন্য পুত্র তেজপ্রতাপ লড়ছেন সমস্তিপুর জেলার হাসানপুর কেন্দ্র থেকে। এই দফায় নীতীশ সরকারের চারজন মন্ত্রীরও ভাগ্য নির্ধারণ হবে। দ্বিতীয় দফার ভোটে প্রার্থীর সংখ্যা রয়েছে ১ হাজার ৪৬৩। ৭ নভেম্বর বিহারে তৃতীয় দফার ভোট, ফলপ্রকাশ ১০ নভেম্বর।
Tags :
Tej Pratap Yadav ABP Ananda LIVE JDU RJD Nitish Kumar Abp Ananda Tejashwi Yadav Bihar Election 2020 Congress