Bihar Election Result 2020: ৩৮টি জেলায় ৫৫টি গণনাকেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু ভোটগণনা
Continues below advertisement
চতুর্থবার বিহারের মসনদে নীতীশ কুমার? না ১৫ বছর পর তখতে লালু পরিবারের সদস্য তেজস্বী? জানার জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
আজ বিহারের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষার পরই শুরু হয়ে যাবে গণনাপর্ব। বিভিন্ন গণনাকেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
স্ট্রংরুম, রাস্তাঘাট মুড়ে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। করোনা বিধি মেনে ভিড় কমাতে ৩৮টি জেলায় ৫৫টি গণনাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। পটনা থেকে সেরকমই এক গণনাকেন্দ্রের সামনের ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি।
Continues below advertisement
Tags :
Bihar Assembly Poll Result 2020 Bihar Assembly Election Result 2020 ABP Ananda LIVE RJD Nitish Kumar Bihar Nda Abp Ananda Tejashwi Yadav Bihar Election Result 2020