Bihar Election Result 2020: কোভিড প্রটোকল মানতে গিয়ে বিহারে গণনা চলতে পারে রাত পর্যন্ত, অনুমান নির্বাচন কমিশনের
Continues below advertisement
আজ বিহারের ভোটগণনা অনেক রাত অবধি চলতে পারে, এমনটাই মনে করছেন নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, প্রায় ৪.১০ কোটি ভোট পড়েছে বিহারে। এই মুহূর্তে ৯২ লক্ষ ভোট গণনা সম্ভব হয়েছে। এমতাবস্থায় ভোট গণনা সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে বলে মনে করছে নির্বাচন কমিশন। আগে বিহারে ২৫-২৬ রাউন্ড গণনা হত, কিন্তু কোভিড প্রোটোকল মানতে গিয়ে সেই সংখ্যাটা এখন ৩৫-এ গিয়ে দাঁড়িয়েছে।
Continues below advertisement
Tags :
Bihar Assembly Poll Result 2020 Bihar Assembly Election Result 2020 ABP Ananda LIVE RJD Nitish Kumar Ec Bihar Nda Abp Ananda Tejashwi Yadav Bihar Election Result 2020