Bihar Election result 2020: বিহার ভোটে জোর টক্কর, ১৯টি আসনে ১,০০০ ভোটের নীচে ব্যবধান
Continues below advertisement
বিহার ভোটে জোর টক্কর। ১৯টি আসনে ১,০০০ ভোটের নীচে ব্যবধান। ৮ আসনে এনডিএ এগিয়ে ১,০০০-র কম ভোটে। দ্বারভাঙা গ্রামীণে জিতলেন আরজেডি প্রার্থী। এখনও পর্যন্ত ৩১ শতাংশের মতো ভোট গণনা। ৬৯ শতাংশ ভোট গণনা এখনও বাকি। ১২৯ আসনে এগিয়ে এনডিএ। এগিয়ে থাকার নিরিখে সংখ্যাগরিষ্ঠ এনডিএ। ১০৩টি আসনে এগিয়ে মহাজোট। ১টি আসনে এগিয়ে এলজেপি। ১০টি আসনে এগিয়ে অন্যান্যরা। আরজেডি এগিয়ে ৬৫টি আসনে। ২০টি আসনে এগিয়ে কংগ্রেস। ১৮টি আসনে এগিয়ে বামেরা। সরকার গড়বে মহাজোট, ট্যুইট করে দাবি আরজেডির। ‘গভীর রাত পর্যন্ত চলবে গণনা। প্রার্থীরা সবাই মজুত গণনা কেন্দ্রে।’ উদ্দীপনা না হারাতে সদস্য-সমর্থকদের নির্দেশ তেজস্বী যাদবের।
Continues below advertisement