Bihar Election Result 2020: বিহারে ফের নীতীশ কুমারের নেতৃত্বে সরকার, আশাবাদী জেডিইউ কর্মী-সমর্থকরা
Continues below advertisement
বিহার ভোটে জোর টক্কর। ১৯টি আসনে ১০০০ ভোটের নীচে ব্যবধান। ৮ আসনে এনডিএ এগিয়ে ১০০০-র কম ভোটে। এখনও পর্যন্ত ৩১ শতাংশের মতো ভোট গণনা। ৬৯ শতাংশ ভোট গণনা এখনও বাকি। ১২৮ আসনে এগিয়ে এনডিএ । এগিয়ে থাকার নিরিখে সংখ্যাগরিষ্ঠ এনডিএ। ১০৫টি আসনে এগিয়ে মহাজোট। ২টি আসনে এগিয়ে এলজেপি। ৮টি আসনে এগিয়ে অন্যান্যরা। আরজেডি এগিয়ে ৬৬টি আসনে। ২১টি আসনে এগিয়ে কংগ্রেস। ১৮টি আসনে এগিয়ে বামেরা। গণনা চলতে পারে রাত পর্যন্ত।
জেডিইউ দফতরের সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়। তাঁরা ফের নীতীশ কুমারের নেতৃত্বে সরকার গড়ার বিষয়ে আশাবাদী।
জেডিইউ দফতরের সামনে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়। তাঁরা ফের নীতীশ কুমারের নেতৃত্বে সরকার গড়ার বিষয়ে আশাবাদী।
Continues below advertisement
Tags :
Bihar Assembly Poll Result 2020 Bihar Assembly Election Result 2020 ABP Ananda LIVE RJD Nitish Kumar Ec Bihar Nda Abp Ananda Tejashwi Yadav Bihar Election Result 2020