Bihar Election Result 2020: এগোচ্ছে গণনা, জন্মদিনে জয় উপহার পাবেন তেজস্বী? নাাকি বাজিমাত অভিজ্ঞ নীতীশের?

চতুর্থবার বিহারের মসনদে নীতীশ কুমার? না ১৫ বছর পর তখতে লালু পরিবারের সদস্য তেজস্বী? জানার জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ইতিমধ্যেই আরজেডি সমর্থকরা দই ও মাছ নিয়ে পৌঁছে গেছেন রাবড়ি আবাসে। বিহারে শুরু ভোট গণনা। এখনও পর্যন্ত এগিয়ে কংগ্রেস-আরজেডি-বামেদের মহাজোট। গণনা শুরুর একঘণ্টার মধ্যে ম্যাজিক ফিগার পার। গণনা শুরুর আগেই মুখ্যমন্ত্রী পদে তেজস্বী যাদবের জয় কামনা করে লালুর আরেক পুত্র তেজপ্রতাপের ট্যুইট করেন, 'তেজস্বী ভব বিহার।' বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের পাল্টা ট্যুইট, জিতবে ভারত, জিতবে বিহার। প্রথম দফায় অনেকক্ষণ পেরিয়ে গেছে বিহারের ভোটগণনা। এখনও পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছে মহাজোট। তবে এটি প্রাথমিক ট্রেন্ড। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হবে ছবিটা। ম্যাজিক ফিগার ১২২।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola