Bihar Election Result 2020: ভোটগণনায় এনডিএ জোট এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভিড় বাড়ছে বিজেপির সদর দফতরের সামনে

Continues below advertisement

দ্বিতীয় রাউন্ডের ভোটগণনার শেষে অনেকটাই এগিয়ে গেছে এনডিএ। মহাজোটের পিছিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ১০ সার্কুলার রোডে লালুপ্রসাদের আবাসের সামনের উৎসাহের রেশ কমছে। উলটো দিকে ভিড় বাড়তে শুরু করেছে বিজেপি কার্যালয়ের সামনে। শেষ হাসি কারা হাসবে, সেই ফলাফল জানতে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের সমর্থকরা অবশ্য স্লোগান জুড়েছেন, 'লাড্ডু মেরে হাত হ্যা। সত্তাতে তেরে আনেকা ইন্তেজার হ্যা।' বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হচ্ছে দেখে লাড্ডু হাতে দলের ক্ষমতায় বসার অপেক্ষায় থাকার স্পষ্ট বার্তা।

২০১৫-র ভোটে লালুর দল আরজেডি পেয়েছিল ৮০টি আসন। নীতীশের দল জেডিইউ-র ঝুলিতে গেছিল ৭১টি আসন। কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন। বিজেপি জিতেছিল ৫৩টি আসনে। এবারে রাজ্যের ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram