Bihar Elections 2020: করোনাকালে দেশে প্রথম বিধানসভা ভোট বিহারে, কী কী সুরক্ষা? সরাসরি দেখুন বিক্রম থেকে

Continues below advertisement

নিউ নর্মালে আজ বিহারে প্রথম দফার নির্বাচন। ২৪৩ আসনের বিহার বিধানসভার ৭১টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। এবারের ভোটে বিজেপি-জেডিইউ জোটের সঙ্গে আরজেডি-কংগ্রেস-বামেদের জোটের টক্কর রয়েছে। বিজেপির বিরুদ্ধে প্রার্থী না দিলেও, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে বিজেপির শরিক এলজেপি। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে। সেকথা মাথায় রেখে এক একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ৮০ বছরের বেশি মানুষদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্র ও ইভিএম স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকছে। এছাড়াও থাকছে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। বুথের প্রবেশ এবং প্রস্থানপথে থাকবে হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা। ভোটকেন্দ্রে ঢুকতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। বিহারে পরবর্তী দু’দফার ভোট ৩ ও ৭ নভেম্বর। ১০ নভেম্বর ফল ঘোষণা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram