সকালের শিরোনাম: করোনা আবহে আজ প্রথম দফায় বিহারে ৭১ টি আসনে বিধানসভা ভোট, অতি সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
করোনা আবহে আজ প্রথম দফায় বিহারে ৭১ টি আসনে ভোট, একটি পোলিং বুথে সর্বোচ্চ ১০০০ ভোটার। ভঙ্গুর অর্থনীতিতে দুর্ভোগে জনতা, মোদিকে খোঁচা সনিয়ার। পাল্টা কটাক্ষ মোদির। সোমবারের বুলেটিনের নিরিখে দৈনিক মৃত্যু, সংক্রমণে দেশের দুই নম্বরে রাজ্য। সামান্য স্বস্তি দিল মঙ্গলবারের রিপোর্ট। ৪০০০-র নিচে নামল সংক্রমণ, কমল মৃত্যু, বাড়ল সুস্থতা। করোনা মোকাবিলায় কবে লোকাল-আন্তর্জাতিক উড়ান? এখনও জানাল না কেন্দ্র। রাবণ দহনকে ঘিরে খড়গপুরে জনারণ্য। করোনা সংক্রমণ রুখতে কোথায় কড়াকড়ি? তৃণমূলকে আক্রমণে বিজেপি। প্রচার সত্ত্বেও আবেগে ভিড়, দাবি শাসকের। এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, ঠিক মতো কাজ করছে না কিডনি। ইউরিয়া, ক্রিয়েটিনিন বাড়ায় চিন্তিত চিকিৎসকরা। হতে পারে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ভোটের ঠিক আছে জোর করে দুর্গা প্রতিমার বিসর্জন করানোর অভিযোগে রণক্ষেত্র মুঙ্গের। সংগঠকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলি, মৃত ১, আহত বেশ কয়েকজন। করোনা বিধি না মেনেই বিসর্জনের চেষ্টাতে উত্তপ্ত নলহাটি। পুলিশ বাধা দেওয়ায় থানার সামনে প্রতিমা রেখে বিক্ষোভ, হঠাতে লাঠিচার্জ। রামপুরহাটের পুজো মণ্ডপে আগুন, পুড়ে ছাই মণ্ডপ। আতসবাজি থেকেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। বরানগরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু। বাড়ির কাছে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। একাদশীতেও মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন। এবার চাঁদেও মিলল জলের সন্ধান, জানাল নাসা।