আট-ন’টা করে ছেলেমেয়ের জন্ম দেয়, ওদের কথার কী গুরুত্ব? নাম না করে লালু প্রসাদকে নিশানা নীতীশের
বিহারের রাস্তায় রাস্তায় ছেয়ে গিয়েছে নীতীশ কুমারের সমর্থনে পোস্টার। আবার অন্যদিকে চোখে পড়ছে আরজেডির সমর্থনে পোস্টারও। সব মিলিয়ে বিহার ভোটের ২৪ ঘণ্টা আগেও তুঙ্গে তরজা। এর মধ্যে সোমবার হাজিপুরের সভায় নাম না করে লালু প্রসাদ ও তাঁর পরিবারকে আক্রমণ করেন নীতীশ কুমার। পাল্টা জবাব তেজস্বী যাদবেরও। প্রথম দফায় ৭১টি আসনে ভোটগ্রহণ। ভোটের ফল ১০ নভেম্বর। প্রথম দফায় মোট ভোটার সংখ্যা ২ কোটির কিছু বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৬৬ জন প্রার্থীর। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হতে চলেছে।
Tags :
Election In Pandemic Situation Phase 1 Polling ABP Ananda LIVE Corona JDU RJD Nitish Kumar Abp Ananda Tejashwi Yadav Rahul Gandhi BJP