মধ্যপ্রদেশে চুরি করে ক্ষমতা দখল, বলছেন এনসিপি নেতা নবাব মালিক, স্থায়ী সরকার দিতে পারে বিজেপি, পাল্টা রাহুল সিনহার
Continues below advertisement
মধ্য প্রদেশের সরকার ভাঙা-গড়ার খেলা ইতিমধ্যে তরজার কারণ হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। ২২ বিধায়ক-সহ কংগ্রেস ছেড়েছেন সোনিয়া-রাহুল ঘনিষ্ঠ মাধবরাও-পুত্র। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের ঘোরসঙ্কটে পাশে দাঁড়িয়েছেন এনসিপি নেতা নবাব মালিক। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "জিততে না পেরে চুরি করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। তাঁর কথায়, এভাবে বেশিদিন ক্ষমতা দখল করে থাকতে পারবে না বিজেপি। মানুষই এর যোগ্য জবাব দেবে। দেশে স্থায়ী সরকার গড়তে পারে বিজেপিই, পাল্টা জবাব রাহুলের।
Continues below advertisement