মাদক-তদন্তে রাজনীতি মেশাচ্ছে কেন্দ্র, বলছেন ব্রাত্য, অপরাধ প্রমাণে শাস্তির দাবি লকেটের
Continues below advertisement
এর আগে বহু অভিনেতারাও তাদের আত্মজীবনীতে মাদক সেবনের কথা লিখে গেছেন। এই ব্যাপারটাকে কেন্দ্রীয় সরকার একটা রাজনৈতিক মোড় দিচ্ছে যা একেবারেই কাম্য নয়। দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসাবাদের জন্যে এনসিবির ডেকে পাঠানো সম্পর্কে প্রতিক্রিয়া ব্রাত্য বসুর। তিনি বলেন, অভিনেতারা কী করবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে তা যদি আইনের আওতায় আসে তাহলে আইন সেভাবেই বিচার করবে। প্রত্যেক শিল্পীই অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে আসে, সে যে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হোক না কেন। কিন্তু মাদকের চক্করে পড়ে তারা এবং তাদের পরিবারকে পরে ভুগতে হয়, প্রতিক্রিয়া লকেট চট্টোপাধ্যায়ের। মাদকযোগে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হওয়া অবশ্যই উচিত, বার্তা লকেটের।
Continues below advertisement
Tags :
Bollywood Drugs Link ABP Live Bratya Basu Autobiography Locket Chatterjee CBI Abp Ananda Deepika Padukone NCB TMC BJP