Budget 2021: কর কাঠামো অপরিবর্তিত বাজেটে, নতুন ফ্ল্যাট কিনলে ২০২২ মার্চ পর্যন্ত দেড়লক্ষ টাকা ছাড় আয়করে

Continues below advertisement
সোমবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, "বয়স্ক নাগরিকদের জন্য আমরা বিশেষভাবে চিন্তিত। ৭৫ বছরের বেশি পেনশনভোগীদের জন্য সুদের ওপর সম্পূর্ণ ছাড়। ৭৫ বছর বেশি পেনশনভোগীদের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না। ৭৫ বছরের বেশি বয়সী ব্যাঙ্কের সুদের ওপর নির্ভরশীলদেরও ছাড়। নতুন ফ্ল্যাট কিনলে দেড়লক্ষ টাকা আয়করে ছাড় মিলবে ২০২২ মার্চ পর্যন্ত। শেয়ারের ডিভিডেন্ড থেকে টিডিএস কাটা হবে না। জিএসটি খাতে রেকর্ড সংগ্রহ হয়েছে। মোবাইল ফোন, বৈদ্যুতিন শিল্পের উন্নতি হয়েছে। লৌহ-ইস্পাতের ওপর আমদানি শুল্ক কমানো হল। কোনও সংস্থা প্রভিডেন্ট ফান্ড দেরিতে জমা দিলে জরিমানা হবে না। জামাকাপড়, চামড়ার জিনিসের দাম বাড়বে। মোবাইল, চার্জারের দাম বাড়বে। গাড়ির যন্ত্রাংশের দাম বাড়বে। আয়কর কাঠামোর কোনও পরিবর্তন নেই।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram