পাবলিক সেক্টর ইউনিট ও বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর, অবসরের দিনই মিলবে পেনশন পেমেন্ট অর্ডার
Continues below advertisement
পাবলিক সেক্টর ইউনিট এবং বেসরকারি সংস্থার কর্মীদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প। অবসরের দিনই হাতে পাওয়া যাবে পেনশন পেমেন্ট অর্ডার। অবসর নেওয়ার পরের মাস থেকেই চালু হয়ে যাবে পেনশন। বৃহস্পতিবার হাওড়ার প্রভিডেন্ট ফান্ড অফিসে কুড়ি জনের হাতে পেনশন পেমেন্ট অর্ডার তুলে দেওয়া হয়। চাকরি থেকে অবসরের পর, সাধারণ মানুষ ভরসা করে থাকে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের ওপর। কিন্তু, অনেক ক্ষেত্রেই পেনশন চালু হতে লেগে যায় অনেকটা সময়। পেনশন চালু করতে গিয়ে জুতোর শুকতলা খইয়ে ফেলার অভিজ্ঞতাও রয়েছে অনেকেরই। কিন্তু, সেসব ভোগান্তির দিন এবার শেষ হতে চলেছে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক নতুন প্রকল্প চালু করেছে, যার আওতায় পাবলিক সেক্টর ইউনিট এবং বেসরকারি সংস্থার কর্মীরা অবসরের দিনই হাতে পেয়ে যাবেন পেনশন পেমেন্ট অর্ডার।
Continues below advertisement
Tags :
Central Goverment Announcement Provident Fund Public Sector Units Private Companies PF Pension