প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে ভারত! ১০১টি সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা, জানালেন প্রতিরক্ষামন্ত্রী
প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে ভারত। ১০১টি প্রতিরক্ষা সরঞ্জামের আমদানির উপর নিষেধাজ্ঞা। এর মধ্যে আছে আর্টিলারি গান, অ্যাসল্ট রাইফেল। বিদেশ থেকে আমদানি করা যাবে না ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। রাডার, হুইলড আর্মড ফায়ারিং ভেহিকেল আমদানিও নিষেধ, তালিকা তৈরি করল প্রতিরক্ষামন্ত্রক। ‘সুবিধা পাবে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক ভারতীয় সংস্থা’, ট্যুইট করে ঘোষণা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।
Tags :
Defense Of India Defense Equipment ABP News Live Bengali ABP Ananda LIVE Rajnath Singh Abp Ananda