গাছ লাগালেই মিলবে পুরস্কার, পরিবেশ দিবসে পরিকল্পনা কেন্দ্রের
আন্তর্জাতিক পরিবেশ দিবসে ২০০টি শহরে বিশেষ বনসৃজন প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানালেন, বনসৃজনের জন্য তৈরি করা হবে উপযুক্ত জমির মানচিত্র। বনসৃজনের জন্য পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথাও জানান পরিবেশমন্ত্রী।
Tags :
Forestry Programme Ministry Of Environment World Environment Day Prakash Javadekar Abp Ananda