করোনা : ৮ জুন থেকে খুলবে রেস্তোরাঁ, কী নির্দেশিকা জারি করল কেন্দ্র? দেখে নিন
করোনা আবহে খোলা হবে রেস্তোরাঁ। নতুন নির্দেশিকা জারি করে জানাল কেন্দ্র। তবে মানবে হবে বেশ কিছু শর্ত। কনটেনমেন্ট জোনে পুরোপুরি বন্ধ থাকবে রেস্তোরাঁ। রেস্তোরাঁ একসঙ্গে ৫০ শতাংশের বেশি গ্রাহক নয়। দাঁড়িয়ে থাকা অবস্থায় ৬ ফুট দূরত্বে বজায় রাখার নির্দেশ। সরাসরি দেওয়া যাবে না গ্রাহকের হাতে প্যাকেট। হোম ডেলিভারির আগে রেস্তোরাঁর কর্মীদের থার্মাল চেকিং। ব্যাগ হোটেলের ঘরে পাঠানোর আগে করতে হবে জীবাণুমুক্ত। হোটেলের ঘরে রুম সার্ভিসেও রাখতে হবে সামাজিক দূরত্ব।