লকডাউনের সময় আরও কিছু ক্ষেত্রে ছাড় কেন্দ্রের
Continues below advertisement
লকডাউনের সময় আরও কিছু ক্ষেত্রে ছাড় দিল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্রামীণ এলাকায় নির্মাণ কাজ, পানীয় জল সরবরাহ, নিকাশীর কাজে লকডাউনের সময় ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বনাঞ্চলে কাঠ ছাড়া অন্য বন সম্পদ সংগ্রহ, উত্পাদন ও কৃষিকাজে আদিবাসী বা বনবাসীরা বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ব্যাঙ্ক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলিও ছাড় পাবে। ক্ষুদ্র ঋণ সংস্থা, সমবায় সংস্থাগুলি ন্যূনতম কর্মী নিয়ে কাজ চালাতে পারবে। বাঁশ, নারকেল, মশলার উত্পাদন, প্যাকেজিং ও বিপণনের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে
Continues below advertisement
Tags :
Lockdown Excemptions Lockdown 2.0 Coronavirus Latest News Abp Ananda Coronavirus Update Lockdown Covid-19