Chakka Jam: দিল্লি-এনসিআরে মোতায়েন ৫০ হাজার জওয়ান, ১২০ মেট্রো স্টেশনে সতর্কতা
Continues below advertisement
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ-আন্দোলন জারি থাকলেও, রাজধানীতে রাস্তা অবরুদ্ধ করে চাক্কা জ্যামের সিদ্ধান্ত থেকে সরে এল কৃষক সংগঠন। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে, কিছু লোক এই চাক্কা জ্যামকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে। সেই কারণেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে কৃষক সংগঠন। তবে আজ দেশজুড়ে পালিত হবে চাক্কা জ্যাম কর্মসূচি। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে চাক্কা জ্যাম। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস।
অন্যদিকে, চাক্কা জ্যাম কর্মসূচি উপলক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা লালকেল্লা চত্বর। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকায় প্রায় ৫০ হাজার আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১২টি মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে।
অন্যদিকে, চাক্কা জ্যাম কর্মসূচি উপলক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা লালকেল্লা চত্বর। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকায় প্রায় ৫০ হাজার আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১২টি মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে।
Continues below advertisement
Tags :
Farmers Chakka Jam ABP Ananda LIVE Law Repeal Live Update Farmers Law Delhi Protest Abp Ananda Farmers Protest