মণীশ-হত্যার তদন্তে ধৃতকে হেফাজতে নিতে নালন্দায় যাচ্ছে সিআইডি
Continues below advertisement
মণীশ-খুনের তদন্তে বিহারের নালন্দায় যাচ্ছে সিআইডি টিম। জেলবন্দি সুবোধ সিংহকে হেফাজতে নেবেন গোয়েন্দারা। মনীশ শুক্ল খুনের সুপারির বন্দোবস্ত করেছিল সুবোধ, খুনের জন্যে প্রয়োজনীয় টাকাও জোগাড় করে সে, খবর সিআইডি সূত্রে। এছাড়াও দুষ্কৃতীদের সঙ্গে সুবোধই যোগাযোগ করেছিল বলেও খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Subodh Singh Khurram Sharp Shooter Contract Killer Nasir Nalanda Manish Shukla Murder Manish Shukla ABP Live Cid BJP Leader Bihar Abp Ananda