দেশে গোষ্ঠী সংক্রমণ শুরুর দাবি আইএমএ-র, ‘সার্বিকভাবে হয়েছে তা মানছি না’, জানালেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার
দেশে করোনায় গোষ্ঠী সংক্রমণ শুরু, দাবি আইএমএ-র। চিকিত্সকদের এই সংগঠনের দাবি, দেশে কোভিড পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ঠেকানো যায়নি গোষ্ঠী সংক্রমণ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে আইএমএ-র চেয়ারপার্সন ভি কে মঙ্গার দাবি, প্রতিদিন দেশে ৩০ হাজারের বেশি সংক্রমিত হওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক। এপ্রসঙ্গে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানালেন, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তবে সার্বিকভাবে দেশে বা একটি রাজ্যে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে তা আমি মানছি না।
Tags :
Deeptendra Sarkar ABP News Live Bengali IMA Indian Medical Association Community Spread ABP Ananda LIVE Corona In India Corona Abp Ananda