বৈঠকে গরহাজির সচিন, রাজস্থানে সরকার পড়ার সম্ভাবনা এড়াতে পারল কংগ্রেস?
Continues below advertisement
সচিন পায়লটের সঙ্গে বিরোধের আবহেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের শক্তিপ্রদর্শন। কংগ্রেসের দাবি, গহলৌত সরকার সুরক্ষিত। আজ সকাল ১০টায় ফের কংগ্রেসের বিধায়ক দলের বৈঠক। সূত্রের খবর, সচিন পায়লট-সহ তাঁর অনুগামী বিধায়কদের বৈঠকে থাকার জন্য অনুরোধ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali Sachin Pilot Rajasthan Government ABP Ananda LIVE Abp Ananda Ashok Gehlot