'কৃষকদের রক্ষা করবে কংগ্রেসই', কৃষি বিলের সমালোচনায় সরব রাহুল গাঁধী

Continues below advertisement
নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতায় কংগ্রেস। "কৃষি আইনে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। কৃষকদের রক্ষা করব আমরা।" পাতিয়ালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর দাবি, "কৃষক স্বার্থ আর শ্রমিক স্বার্থ নষ্ট করার চেষ্টা চলছে।" তিনি জানান, "এর আগে একইভাবে নোটবন্দি আর জিএসটি করে সবচেয়ে বেশি প্রভাবিত করা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে। সেরকমই নতুন কৃষি আইনে খাদ্য নিরাপত্তায় আর রেশন ব্যবস্থায় প্রভাব পড়বে।" তাঁর অভিযোগ, "লকডাউন পরবর্তী সময়ে এই কৃষি বিল কৃষক স্বার্থ নষ্ট করবে।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram