Constitution Day 2020: সংবিধান দিবসে মহাত্মা-স্মরণ মোদির, বললেন, আইনের ভাষা হতে হবে সাধারণ মানুষের বোঝার যোগ্য
Continues below advertisement
Narendra Modi বক্তব্য রাখেন সংবিধান দিবসের অনষ্ঠানে। তিনি বলেন, 'উন্নয়নের ফলে আদিবাসী পরিবারের ভাই-বোনদের নতুন আত্মবিশ্বাস গড়ে উঠেছে। প্রত্যেকের আত্মবিশ্বাস গড়ে উঠুক। এটিই সংবিধানের নীতি। আমরাও তার জন্য চেষ্টা চালাচ্ছি। এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের কর্তব্য, অধিকারকে মানতে শিখব। কর্তব্যকে সবচেয়ে মূল্য দিতে হবে। মহাত্মা গাঁধী সংবিধানের কর্তব্য অংশটির উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন।'
Continues below advertisement
Tags :
Constitution Day 2020 Samvidhan Divas ABP Anandajker Khobor Khobor Bangla Khabar Bangla News ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital Prime Minister Narendra Modi Prime Minister Abp Ananda PM Modi