Corona: দেশে করোনাজয়ীর সংখ্যা পার করল ৯০ লক্ষ, রাজ্যে বাড়ছে সংক্রমণ
দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু, সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪৯ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ১১৫ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮২ জনের।
দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮ জনের। মোট আক্রান্ত ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫২৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ হাজার ৫৫১।
তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯০ লক্ষ ১৬ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯১৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৪০ হাজার ৭২৬। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৪.২০ শতাংশ।