করোনা: দেশে বাড়ল কোভিডজয়ীর সংখ্যা, সুস্থতার হার ৯৩.৫২ শতাংশ

Continues below advertisement

দেশে বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৮ জনের। তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জনের।মোট আক্রান্ত ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৯ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৮ হাজার ৬১৭। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৯ হাজার ১৬৪। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ৭৩৯। গতকাল ওই সংখ্যা ছিল ৪০ হাজার ৭৯১। দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৩.৫২ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৭ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram