দৈনিক সংক্রমণে ৪৯ দিন ধরে ভারত বিশ্বে এক নম্বরে, করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৯১ হাজার

Continues below advertisement

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ পেরিয়ে গেল।  মৃতের সংখ্যা ছাড়াল ৯১ হাজার। এই নিয়ে ২৩ দিন ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের বেশি।  দৈনিক সংক্রমণেও ৪৯ দিন ধরে ভারত বিশ্বে এক নম্বরে। এখনও পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৪৯ জনের। আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৮৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫০৮। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৮৩ হাজার ৫২৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭ জন। একদিনে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন।  গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৮৯ হাজার ৭৪৬। অর্থাত্‍, দৈনিক সুস্থতার সংখ্যা কমেছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। দেশে মৃত্যু হার ১.৫৯ শতাংশ। সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram