করোনা: দেশে কমল দৈনিক মৃত্যু-সংক্রমণ-সুস্থতা, আজও দৈনিক মৃত্যুতে তিন নম্বরে বাংলা
করোনায় দেশে কমল দৈনিক মৃত্যু, সংক্রমণ, সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। তালিকায় শীর্ষে মহারাষ্ট্র। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ১৫০ জনের। দৈনিক মৃত্যুতে দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে মৃত্যু হয়েছে ৭৯ জনের। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ১২১ জনের।গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৭। দেশে আক্রান্তের সংখ্যা ৮৫ লক্ষ ৭ হাজার ৭৫৪। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ৬৭৪ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৫০ হাজার ৩৫৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭৮ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৪৯ হাজার ৮২। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৫৩ হাজার ৯২০। দেশে মৃত্যুর হার ১.৪৮ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯২.৪৯ শতাংশ। আইসিএমআর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৯৪ হাজার ৪৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১১ কোটি ৭৭ লক্ষ ৩৬ হাজার ৭৯১টি নমুনা।