পিপিই কিট, মাস্কের ঘাটতি মেটানো গিয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোর উন্নতি করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
মাত্র ৩ মাস আগে বিশ্বজুড়ে পিপিই কিট ও ডায়গনস্টিক কিটের ঘাটতি ছিল। ভারতেও ঘাটতি ছিল। কারণ, আমরা সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল ছিলম। কিন্তু আজ এক কোটি পিপিই কিট ও সমসংখ্যক এন ৯৫ মাস্ক রাজ্য়গুলিতে পৌঁছ গিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামোর উন্নতি করাই আমাদের লক্ষ্য। আমরা এ বিষয়ে গুরুত্ব দিচ্ছি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Continues below advertisement
Tags :
ABP News Live Bengali ABP Ananda LIVE Coronavirus In India Prime Minister Narendra Modi Abp Ananda Covid-19 Coronavirus PM Modi