পরীক্ষা বাতিল, কীভাবে হবে মূল্যায়ন? বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল আইসিএসই
Continues below advertisement
বাতিল পরীক্ষার মূল্যায়ন বিধি ঘোষণা করল আইসিএসই। তবে সিবিএসই ও উচ্চ মাধ্যমিকের তুলনায় ভিন্ন মূল্যায়ন বিধি আইসিএসই-র। পরীক্ষা দেওয়া সেরা তিন পেপারের গড় নম্বর, তার সঙ্গে অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর যুক্ত করে গড় নম্বর তৈরির ফর্মুলা। পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকরা পরীক্ষায় বসতে পারে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইসিএসই। পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সেই নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Continues below advertisement
Tags :
Exam Rule ICSE Exam Schedule ABP News Live Bengali ICSE Exam ABP Ananda LIVE Abp Ananda Coronavirus