Corona New Starin: বাড়ল আতঙ্ক, দেশে আরও ৫ জনের শরীরে মিলল Corona-র নতুন Strain-র হদিশ

Continues below advertisement
দেশে আরও ৫ জনের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেনের খোঁজ। পুণের National Institute of Virology ল্যাবে চারজনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। দিল্লির ল্যাবে হদিশ মিলেছে একজনের শরীরে। দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৫। এই ২৫ জনকেই রাখা হয়েছে আইসোলেশনে। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল। কোভিড নেগেটিভ না আসা পর্যন্ত তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হবে না তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদের খুঁজে নজরদারি চালাতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram