মহারাষ্ট্রে আরও ১ করোনা আক্রান্তের খোঁজ মিলল, ওড়িশার ভুবনেশ্বরে মিলল প্রথম করোনা-আক্রান্তের খোঁজ
ভারতেও বাড়ছে নোভেল করোনা আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আরও একজন করোনা আক্রান্তের খোঁজ মিলল। আজ ওড়িশার ভুবনেশ্বরেও মিলেছে প্রথম করোনা-আক্রান্তের খোঁজ। এই মুহূর্তে দেশে ১১০ জন চিনা ভাইরাসে আক্রান্ত। করোনা-সংক্রমণে মৃতের সংখ্যা ২। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল।
Tags :
Corona In Maharastra Two Positive Corona Case Corona In Delhi Corona Virus In India Corona In Lucknow China Corona Union Health Minister Harsh Vardhan Corona Abp Ananda Coronavirus