করোনা: সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যাও। যদিও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। দেশে সুস্থতার হার ৭৮.৮৬ শতাংশ।
ভারতে ভয়ঙ্কর করোনা। ৫৩ লক্ষ পেরোল আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা পেরিয়ে গেল ৮৫ হাজার। দৈনিক সংক্রমিতের সংখ্যায় ৪৪ দিন ধরে ভারত বিশ্বের মধ্যে এক নম্বরে। বিশ্বের বাকি দেশের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যাও ভারত বেশি। এই নিয়ে টানা ১৮ দিন দৈনিক মৃত্যুর সংখ্যায় ভারত সবার ওপরে।
এখন পর্যন্ত ভারতে ৮৫ হাজার ৬১৯ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ৮ হাজার ১৫।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৭৪।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ৩৩৭। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজার ৪২৪। অর্থাত্, একদিনে সংক্রমিতের সংখ্যা কমেছে।
এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪২ লক্ষ ৮ হাজার ৪৩২। একদিনে সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৮৮০। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৮৭ হাজার ৪৭২।
অর্থাত্, একদিনে সংক্রমিতের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। এটুকুই যা আশার খবর।