সামান্য উপসর্গে শর্ত মেনে থাকা যাবে হোম আইসোলেশনে, নতুন নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
Continues below advertisement
মৃদু বা অতিমৃদু উপসর্গ রয়েছে যাদের তাদের হোম আইসোলেশনে রাখা যাবে। যাঁদের ঘরে নিজেকে আলাদা করে রাখার সুবিধা আছে, যেখানে পরিবারের সদস্যদের সংস্পর্শ থাকবে না এবং যাঁদের ২৪ ঘণ্টা দেখাশোনা করা এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখার মতো লোক রয়েছে, তাঁরাই হোম আইসলেশনে থাকতে পারবেন। পাশাপাশি দিতে হবে মুচলেকাও।
Continues below advertisement
Tags :
Ccoronavirus India Health Guideline The Ministry Of Health Coronavirus Cases Coronavirus In India Abp Ananda Coronavirus Update Coronavirus