দেশে করোনায় মৃত বেড়ে ১ হাজার ৮৮৬,সংক্রমণ-মুক্ত ১৬ হাজার ৫৪০
Continues below advertisement
দেশে করোনায় মৃত বেড়ে ১ হাজার ৮৮৬। একদিনে মৃত ১০৩, নতুন সংক্রমিত ৩ হাজার ৩৯০। গোটা দেশে আক্রান্ত বেড়ে ৫৬ হাজার ৩৪২। সংক্রমণ-মুক্ত ১৬ হাজার ৫৪০।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। মোট আক্রান্ত ১৭ হাজার ৯৭৪। গুজরাতে মৃত বেড়ে ৪২৫। আক্রান্ত ৭ হাজার ১২। মধ্যপ্রদেশে মৃত্যু ১৯৩ জনের। আক্রান্ত ৩ হাজার ২৫২। রাজস্থানে মৃতের সংখ্যা ৯৭। আক্রান্ত ৩ হাজার ৪২৭। দিল্লিতে মৃত ৬৬। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৮০।
ত্রিপুরায় বিএসএফ ক্যাম্পে ফের করোনা সংক্রমণ। নতুন সংক্রমিত ২৪ জন জওয়ান। গোটা রাজ্যে আক্রান্ত ৮৮ জন।
মৃত ও আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। ওই রাজ্যে মৃত্যু হয়েছে ৬৯৪ জনের। মোট আক্রান্ত ১৭ হাজার ৯৭৪। গুজরাতে মৃত বেড়ে ৪২৫। আক্রান্ত ৭ হাজার ১২। মধ্যপ্রদেশে মৃত্যু ১৯৩ জনের। আক্রান্ত ৩ হাজার ২৫২। রাজস্থানে মৃতের সংখ্যা ৯৭। আক্রান্ত ৩ হাজার ৪২৭। দিল্লিতে মৃত ৬৬। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৮০।
ত্রিপুরায় বিএসএফ ক্যাম্পে ফের করোনা সংক্রমণ। নতুন সংক্রমিত ২৪ জন জওয়ান। গোটা রাজ্যে আক্রান্ত ৮৮ জন।
Continues below advertisement
Tags :
Lockdown 3.0 Lockdown Extension India Lockdown News Nation Wide Lockdown Lockdown 17TH May Coronavirus Death Tally Corona Weste Bengal Redzone Recovery Rate Relaxation Corona India Corona Update ABP Ananda LIVE Lockdown Extension Coronavirus LIVE Corona Death Orange Zone Green Zone Corona In India Abp Ananda Coronavirus