Corona Vaccination Update: 'DGCI-এর ছাড়পত্র অতিমারীর শেষের শুরু', জানালেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার

Continues below advertisement
oxford-এর টিকা কোভিশিল্ডের জরুরিকালীন প্রয়োগে সায় দিল ড্রাগ কন্ট্রোলার। এই ঘটনাকে অতিমারীর শেষের শুরু বলে দাবি করলেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। তিনি বলেন, 'এই ঘোষণা শেষের শুরু। এটা ইতিহাসে লেখা থাকবে বিজ্ঞানে মানব সভ্যতার বড় জয়। এই টিকার প্রয়োগে মাস্কমুক্তি ঘটতে ৪-৬ সপ্তাহ সময় লাগবে।' WHO-র নির্দেশিকা মেনে গণটিকাকরণ হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন বছরের শুরুতেই সুখবর। কোভিশিল্ডে ছাড়পত্র দিল ডিসিজিআই। রয়টার্স সূত্রে এমনটাই খবর। ব্রিটিশ ভ্যাকসিনে অনুমোদন ড্রাগ কন্ট্রোলারের। এমনটাই সূত্রের খবর।জরুরি ভিত্তিতে প্রয়োগে অনুমোদন ড্রাগ কন্ট্রোলারের। কবে থেকে, কীভাবে প্রয়োগ, আগামী সপ্তাহে ঘোষণা। ভ্যাকসিনের ৪ থেকে ৫ কোটি ডোজ তৈরি, দাবি সিরামের। চলতি বছরে ৩০ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্যমাত্রা কোভিশিল্ড প্রয়োগে ৯২-৯৫ শতাংশ সাফল্যের দাবি সিরামের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram